রাজবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত অসহায়, দুস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে ৫ শত কম্বল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারী ) সকালে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর বেরাডাঙ্গায় ব্যাবসায়ী মোঃ আনোয়ার হোসেন দুলালের বাড়ির উঠানে ওই কম্বল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা। এ সময় যুব মহিলা লীগের নেত্রী তানজিলা আক্তার, মুক্তি রানী করসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন শেষে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই শীতে রাজবাড়ীর অসহায়, দুস্থ্য ও শীতার্ত মানুষের কথা ভেবে আমাকে ৫ শত কম্বল দিয়েছেন। যা আমি শীতার্ত মানুষের মাঝে বিতরন করছি। পাশাপাশি ব্যক্তিগতভাবেও রাজবাড়ীর দুস্থ্যদের পাশে দারানো হবে। সেই সাথে রাজবাড়ীর কোন মানুষ যাতে শীতে কষ্ট না করে সেজন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি।