০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৯৯৯ কল পেয়ে কুমির উদ্ধার করলো বন বিভাগ, অবমুক্ত করা হলো সুন্দরবনে

৯৯৯ কল পেয়ে কুমির উদ্ধার করলো বন বিভাগ, অবমুক্ত করা হলো সুন্দরবনে

মোংলায় ৯৯৯ কল পেয়ে জেলের জালে আটকা পরা নোনা পানির একটি কুমির উদ্ধার করলো চাদঁপাই রেঞ্জের বন বিভাগের বন রক্ষীরা। শনিবার সকালে রামপাল উপজেলা রাজ নগর গ্রাম এলাকা থেকে কুমিরটি উদ্ধার করা হয়। পরে কুমির প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়েছে।
পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জে সুত্রে জানায়, শুক্রবার রাতে রামপাল উপজেলার নদীতে মাছ ধলছিল এক জেলে। হঠাৎ তার জালে ৪ থেকে ৫ বছর বয়সের একটি বড় কুমির আটকে গেলে তা দেখে সে ভয়ে জাল ফেলে ডাক-চিৎকার ও চেচা-মেচি করতে থাকে। এসময় ওই জেলেসহ তার গ্রামের কয়েকজন লোক লাঠি দিয়ে পিটিয়ে কুমিরটিকে মারতে গেলে সাথে থাকা রাজু নামের এক যুবক ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ পুর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেনকে জানালে তিনি পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ’র বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে। পাশাপাশী রামপাল নদীতে মাছ ধরতে যাওয়া ওই সকল জেলেদের কুমিরটিকে না মেরে নিরাপদ স্থানে বেধে রাখার জন্য পরমর্শ প্রদান করেন ডিএফও বেলায়েত হোসেন।
শনিবার সকালে বনের চাদঁপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের প্রানী বিশেষজ্ঞ হাওলাদার আজাদ কবিরসহ তার সঙ্গীয় একদল বনরক্ষীরদের নিয়ে রামপাল উপজেলার রাজ নগর গ্রাম এলাকায় যায় এবং জেলেদের জালে ধরাপরা কুমিরটি গ্রামবাসীর হাতে থেকে উদ্ধার করে। পরে দুপুরে উদ্ধার হওয়া কুমিরটি সুন্দরবনের করমজল খালের একটি ক্যানেলে অবমুক্ত করা হয়েছে।
করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলোদার আজাদ কবির বলেন, বন্যপ্রানী উদ্ধার ও রক্ষা করা, লালন পালন এবং সংরক্ষন করাই আমাদের কাজ। রামপাল খাল থেকে জেলেদের জালে আটকে পরা একটি বড় কুমিরকে এলাকাবাসীর হাতে থেকে উদ্ধার করা হয়েছে এবং পুনরায় সুন্দনবনের একটি খালের ক্যানেলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও স্থানীয় জন সাধারনের প্রতি অনুরোধ, বন্যপ্রানী না মেরে তাদের জীবন বাঁচিয়ে রাখাই মানুষের কাজ। এসকল বন্য প্রানী পরিবেশ বান্ধব, কেউ যদি জালে বা বাজারে কিংবা কাউকে মারতে দেখেন তবে সেই প্রানীটাকে মারতে দিবেন না বরং বন বিভাগকে খবর দিন, তারাই এটিকে নিরাপদে উদ্ধার ও সংরক্ষন করবে বলে সকলের কাছে আহবান জানান বন বিভাগের এ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

৯৯৯ কল পেয়ে কুমির উদ্ধার করলো বন বিভাগ, অবমুক্ত করা হলো সুন্দরবনে

Update Time : ০৩:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
মোংলায় ৯৯৯ কল পেয়ে জেলের জালে আটকা পরা নোনা পানির একটি কুমির উদ্ধার করলো চাদঁপাই রেঞ্জের বন বিভাগের বন রক্ষীরা। শনিবার সকালে রামপাল উপজেলা রাজ নগর গ্রাম এলাকা থেকে কুমিরটি উদ্ধার করা হয়। পরে কুমির প্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়েছে।
পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জে সুত্রে জানায়, শুক্রবার রাতে রামপাল উপজেলার নদীতে মাছ ধলছিল এক জেলে। হঠাৎ তার জালে ৪ থেকে ৫ বছর বয়সের একটি বড় কুমির আটকে গেলে তা দেখে সে ভয়ে জাল ফেলে ডাক-চিৎকার ও চেচা-মেচি করতে থাকে। এসময় ওই জেলেসহ তার গ্রামের কয়েকজন লোক লাঠি দিয়ে পিটিয়ে কুমিরটিকে মারতে গেলে সাথে থাকা রাজু নামের এক যুবক ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ পুর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেনকে জানালে তিনি পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ’র বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে। পাশাপাশী রামপাল নদীতে মাছ ধরতে যাওয়া ওই সকল জেলেদের কুমিরটিকে না মেরে নিরাপদ স্থানে বেধে রাখার জন্য পরমর্শ প্রদান করেন ডিএফও বেলায়েত হোসেন।
শনিবার সকালে বনের চাদঁপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের প্রানী বিশেষজ্ঞ হাওলাদার আজাদ কবিরসহ তার সঙ্গীয় একদল বনরক্ষীরদের নিয়ে রামপাল উপজেলার রাজ নগর গ্রাম এলাকায় যায় এবং জেলেদের জালে ধরাপরা কুমিরটি গ্রামবাসীর হাতে থেকে উদ্ধার করে। পরে দুপুরে উদ্ধার হওয়া কুমিরটি সুন্দরবনের করমজল খালের একটি ক্যানেলে অবমুক্ত করা হয়েছে।
করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলোদার আজাদ কবির বলেন, বন্যপ্রানী উদ্ধার ও রক্ষা করা, লালন পালন এবং সংরক্ষন করাই আমাদের কাজ। রামপাল খাল থেকে জেলেদের জালে আটকে পরা একটি বড় কুমিরকে এলাকাবাসীর হাতে থেকে উদ্ধার করা হয়েছে এবং পুনরায় সুন্দনবনের একটি খালের ক্যানেলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও স্থানীয় জন সাধারনের প্রতি অনুরোধ, বন্যপ্রানী না মেরে তাদের জীবন বাঁচিয়ে রাখাই মানুষের কাজ। এসকল বন্য প্রানী পরিবেশ বান্ধব, কেউ যদি জালে বা বাজারে কিংবা কাউকে মারতে দেখেন তবে সেই প্রানীটাকে মারতে দিবেন না বরং বন বিভাগকে খবর দিন, তারাই এটিকে নিরাপদে উদ্ধার ও সংরক্ষন করবে বলে সকলের কাছে আহবান জানান বন বিভাগের এ কর্মকর্তা।