যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় রোববার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৫গ্রাম হেরোইনসহ সবুজ মাতুব্বর (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী। সে ফরিদপুর সালথার নিধিপট্রি গ্রামের মৃত মোশারফ মাতুব্বরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির, এএসআই মো. সামাদ মোল্লা, এএসআই মো. আব্দুল লতিফ, এএসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন জনৈক এলেমের কলার দোকানের সামনে কাচা রাস্তার উপর হতে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে । এসময় তার হেফাজতে থাকা ৫গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আরো জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।