০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় জীবিত  ২০জেলে সহ  ফিশিং ট্রলার উদ্বার

মোংলায় জীবিত  ২০জেলে সহ  ফিশিং ট্রলার উদ্বার

হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে চরম সংকটে পড়ে যায় দ্বীপ জেলা ভোলার ২০জন  জেলে। এ অবস্থায় তারা টানা ১৫দিন সাগরেই ভাসতে থাকেন। গত ১১ডিসেম্বর থেকে সাগরে হারিয়ে যান এসব জেলেরা।  একপর্যায়ে তাদের খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন তারা।
পরে তাদের ফিশিং ট্রলার ” এফ বি আল্লার দান” ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিশিং ট্রলারসহ ২০ জন জেলেদেরকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড  পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারি (রবিবার) দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে।
কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন সোমবার (১০ জানুয়ারি) এসব তথ্য জানান। এসময় তিনি সাংবাদিকদের বলেন তাদের (কোস্টগার্ড) জাহাজ “স্বাধীন বাংলা ” বাংলদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ “সরোজিনি নাইডু” থেকে বাংলাদেশের ওই ২০ জেলেকে গ্রহন করেন।
এসব জেলেরা হচ্ছেন-মো. নুরুল ইসলাম, মো. তাছিন, মো. নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, মো. আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বসর, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, মো. আবু জাহের, মো. রিপন ও মো. দেলোয়ার। তাদের সবার বাড়ী ভোলার চরফ্যাশান উপজেলায়।
এদেরকে তাদের মহাজন আবুল কাশেমের কাছে সোমবার (১০ জানুয়ারি) সকালে ফিশিং ট্রলারসহ মোংলা কোস্টগার্ড হস্তান্তর করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

মোংলায় জীবিত  ২০জেলে সহ  ফিশিং ট্রলার উদ্বার

Update Time : ০৯:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে চরম সংকটে পড়ে যায় দ্বীপ জেলা ভোলার ২০জন  জেলে। এ অবস্থায় তারা টানা ১৫দিন সাগরেই ভাসতে থাকেন। গত ১১ডিসেম্বর থেকে সাগরে হারিয়ে যান এসব জেলেরা।  একপর্যায়ে তাদের খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন তারা।
পরে তাদের ফিশিং ট্রলার ” এফ বি আল্লার দান” ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিশিং ট্রলারসহ ২০ জন জেলেদেরকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড  পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারি (রবিবার) দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে।
কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন সোমবার (১০ জানুয়ারি) এসব তথ্য জানান। এসময় তিনি সাংবাদিকদের বলেন তাদের (কোস্টগার্ড) জাহাজ “স্বাধীন বাংলা ” বাংলদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ “সরোজিনি নাইডু” থেকে বাংলাদেশের ওই ২০ জেলেকে গ্রহন করেন।
এসব জেলেরা হচ্ছেন-মো. নুরুল ইসলাম, মো. তাছিন, মো. নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, মো. আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বসর, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, মো. আবু জাহের, মো. রিপন ও মো. দেলোয়ার। তাদের সবার বাড়ী ভোলার চরফ্যাশান উপজেলায়।
এদেরকে তাদের মহাজন আবুল কাশেমের কাছে সোমবার (১০ জানুয়ারি) সকালে ফিশিং ট্রলারসহ মোংলা কোস্টগার্ড হস্তান্তর করেন।