হরিরামপুরের গালা ইউনিয়নে পরাজিত নৌকা প্রতিকের প্রার্থীর দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার হলেন (বিএনপি-স্বতন্ত্র) নবনির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান শফিক বিশ্বাস।
মামলার বাদী হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নৌকা প্রতিকের প্রার্থী রাজিবুল হাসান রাজিব। গত ৩ জানুয়ারী রাজিবুল হাসানের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (বিএনপি) চেয়ারম্যান শফিক বিশ্বাসসহ ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলা নম্বর-৩(০৩-০১-২২ইং) (ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৪৩৫/৪২৭/৫০১/১১৪ পেনাল কোড বিস্ফোরক আইনের ১৯০৮ সালের সংশোধনীয় ২০০২এর ৩/৪ ধারা)। ওই মামলায় নির্বাচনের আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিলো বলে জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
সর্বশেষ বুধবার বিকালে ঝিটকা এলাকা থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে ওই মামলায় গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশ। পুলিশের ওই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।