মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ কবির। মানিকগঞ্জের সাতটি থানার মধ্যে আইন শৃংখলা রক্ষা এবং সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেয়াসহ আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফর্মেন্স বিবেচনায় গত ডিসেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে তার হাতে পদক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আবু রায়হান, তানিয়া সুলতানা এবং এ,এস,পি (ডিএসবি) নাসিরুদ্দিন মল্লিক প্রমুখ।
এদিকে ডিসেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, সিংগাইর থানার পুলিশ পরিদর্শক শেখ মো. আবু হানিফ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, একই থানার এসআই মো. মনোহর আলী শ্রেষ্ঠ এসআই, ওয়ারেন্ট তামিলকারী হিসেবে সিংগাইর থানার এসআই শেখ তারিকুল ইসলাম ও শিবালয় থানার শ্রেষ্ট এএসআই নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন।