ফরিদপুরের নগরকান্দা থেকে ৯৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুঞ্জু মিয়া (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প। সে ভাঙ্গা থানার নলিয়া গ্রামের মৃত হারুন মাতুব্বরের ছেলে।
বৃহস্পতিবার (১৩জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা থানার কোদালিয়া শহীদনগর গ্রাম সংলগ্ন ব্রীজের পশ্চিম পাশে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনগত সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ফরিদপুরের নগরকান্দা থানার কোদালিয়া শহীদনগর গ্রাম সংলগ্ন ব্রীজের পশ্চিম পাশ থেকে অবৈধ মাদকদ্রব্যসহ মো. মুঞ্জু মিয়াকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ৯৫পিস ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ও মাদক বিক্রির ৬শ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।