“স্মার্ট ফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিন ব্যাপি ৪৩তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোস্তফা মুন্সি এ মেলার উদ্বোধন করেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্থানীয় প্রাথমিক ও মধ্যিমিক স্কুল কলেজ পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ তাদের বিজ্ঞানের প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খানের সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ স্কুল কলেজের শিক্ষকগণ।
উদ্বোধনের পর শিক্ষার্থীদের প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ। বিচারকের মাধ্যমে প্রজেক্টগুলোর মান যাচাই করে আগামীকাল মঙ্গলবার পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার সমাপনী হবে।