১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার

মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার

মানিকগঞ্জের দৌলতপুরে এক মুক্তিযোদ্ধার বাড়ীতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকায় মুক্তিযোদ্ধা মো.নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধারও করা হয়।

মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান মঙ্গলবার দুপুরে দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীরহাটাইল এলাকার মৃত কুদ্দুসের ছেলে রুস্তম (৫০), ওয়াইল এলাকার মৃত আমজাদের ছেলে ইমন(৪০), চরকাটারী এলাকার নুরু শেখের ছেলে মোঃ আরিফ শেখ (২৬) একই এলাকার মোহাম্মদ আব্দুল শেখের ছেলে মোঃ রুবেল(২৬), জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ আলী শেখের ছেলে সানোয়ার হোসেন ছানু (২৬),সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার বহুত আলী বেপারীর ছেলে মোঃ বাবুল হোসেন (৩৬) ও একই জেলার চৌহালী থানার চর পাচুরিয়া এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৩৭)।এদের মধ্যে আন্ত:জেলা ডাকাত চক্রের অন্যতম হোতা রুস্তম (৫০)বিরুদ্ধে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ১১টি ডাকাতি ও হত্যাসহ মাদকের মামলা রয়েছে। এছাড়া আরেক ডাকাত সদস্য সানোয়ার হোসেন ছানু(২৬)বিরুদ্ধেও পৃথক ছয়টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত ৮ জানুয়ারি জেলার দৌলতপুর উপজেলা চকমিরপুর গ্রামে মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাসায় ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরের বারান্দার গ্রিল কেটে বসত বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও নগদ টাকাসহ ৪লাখ ৩৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার দৌলতপুর থানায় মামলা হলে পুলিশ পর্যায়ক্রমে অভিযুক্ত ৭ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ২ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররকৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার

Update Time : ০৬:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২

মানিকগঞ্জের দৌলতপুরে এক মুক্তিযোদ্ধার বাড়ীতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকায় মুক্তিযোদ্ধা মো.নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আংশিক মালামাল উদ্ধারও করা হয়।

মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান মঙ্গলবার দুপুরে দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীরহাটাইল এলাকার মৃত কুদ্দুসের ছেলে রুস্তম (৫০), ওয়াইল এলাকার মৃত আমজাদের ছেলে ইমন(৪০), চরকাটারী এলাকার নুরু শেখের ছেলে মোঃ আরিফ শেখ (২৬) একই এলাকার মোহাম্মদ আব্দুল শেখের ছেলে মোঃ রুবেল(২৬), জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ আলী শেখের ছেলে সানোয়ার হোসেন ছানু (২৬),সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার বহুত আলী বেপারীর ছেলে মোঃ বাবুল হোসেন (৩৬) ও একই জেলার চৌহালী থানার চর পাচুরিয়া এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৩৭)।এদের মধ্যে আন্ত:জেলা ডাকাত চক্রের অন্যতম হোতা রুস্তম (৫০)বিরুদ্ধে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ১১টি ডাকাতি ও হত্যাসহ মাদকের মামলা রয়েছে। এছাড়া আরেক ডাকাত সদস্য সানোয়ার হোসেন ছানু(২৬)বিরুদ্ধেও পৃথক ছয়টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত ৮ জানুয়ারি জেলার দৌলতপুর উপজেলা চকমিরপুর গ্রামে মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাসায় ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরের বারান্দার গ্রিল কেটে বসত বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও নগদ টাকাসহ ৪লাখ ৩৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার দৌলতপুর থানায় মামলা হলে পুলিশ পর্যায়ক্রমে অভিযুক্ত ৭ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ২ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররকৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।