একটি বেসরকারী টেলিভিশনের ফকিরহাট উপজেলা প্রতিনিধি দক্ষিণবঙ্গের মাদক সম্রাট শিহাব উদ্দীন রুবেলকে ৩শ পিচ ইয়াবা সহ আটক করছে খুলনার খালিশপুর থানা পুলিশ ।
এ সময় সাহাবুল সরদার নামে আরো একজনকে আটক করা হয়। বুধবার রাতে খালিশপুরের আবু নাসের হাসপাতালের রোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সিহাব উদ্দিন রুবেল বাগেরহাট জেলার ফকিরটের পাগলা শ্যামনগর এলাকার শেখ হেমায়েত উদ্দিনের পুত্র।
খালিশপুর থানার ওসি কামাল হোসেন জানান, বুধার রাতে খালিশপুর আবু নাসের হাসাপাতালের রোড দিয়ে সাহাবুল নামের এক যুবক সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় পুলিশ সন্দেহবসত তার শরীর তল্লাসী করে ১শ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহাবুল জানায় সে শিহাব উদ্দিন রুবেলের কাছ থেকে ১শ পিস ইয়াবা সংগ্রহ করেছে । আরও ২শ পিচ ইয়াবা নিয়ে শিহাব উদ্দীন রুবেল একটু দূরে দাড়িয়ে আছে । তখন পুলিশ সাহাবুলকে দিয়ে মোবাইল করে যে, তার আরো ২শ পিচ ইয়াবা প্রয়োজন। রুবেল ২শ পিচ ইয়াবা নিয়ে রাস্তার সামনে আসলে ওৎপেতে থাকা পুলিশ তাকে আটক করে তার শরীর তল্লাসী করে ২শ পিচ ইয়াবা উদ্ধার করে। ওসি আরো জানায়, শিহাব উদ্দীন রুবেল টেকনাফ থেকে মটোরসাইকেল যোগে ইয়াবা এনে দক্ষিনাঞ্চলে সরবরহ করে। তার বিরুদ্ধে ফকিরহাট সহ বিভিন্ন থানায় অর্ধডজন মামলা রয়েছে।