রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইমাম কমিটির নেতৃবৃন্দের সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় ইসলামিক ফাউণ্ডেশন গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া ওমিক্রন সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ইমাম সমাজের ভূমিকার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন রাজবাড়ী জেলা শাখার উপ-পরিচালক মো. শাহাবুদ্দীন।
সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইসলামি ফাউন্ডেশনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।