রাজবাড়ীর গোয়ালন্দে ইসমাইল শেখ (৪৫) নামের এক অটোরিকশা চালককে অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।
গত বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১০ টার দিকে ওই চালক চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত চালক উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার মৃত সৈয়দ আলী শেখের ছেলে।
ইসমাইলের এ মর্মান্তিক মৃত্যুতে তার স্ত্রী সাহানা বেগম অবুঝ ২ টি ছেলে ও একটি মেয়ে শিশুকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন।
সরেজমিন আলাপকালে নিহত ঈসমাইল শেখের ছোট ভাইয়ের স্ত্রী বন্যা খাতুন জানান, তার ভাসুর বুধবার বেলা ৩ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি হতে বের হন।বেলা ৪ টার দিকে আমরা খবর পাই তিনি উপজেলার সামনে মহাসড়কের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং তার অটোরিকশাটি নেই।আমরা দ্রুত সেখানে গিয়ে স্হানীয়দের সহায়তায় তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে আসি।কিন্তু অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
ঈসমাইলের ভাগনে জহুরুল ইসলাম জানান,মামা গত বছরের নভেম্বর মাসে ১লক্ষ ৮৭ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কেনেন। এর জন্য তিনি কয়েকটি এনজিও সংস্হা হতে ২ লক্ষ টাকা লোন নেন। অনেক কষ্ট করে তিনি রোজগার করে লোনের কিস্তি পরিশোধ ও পরিবারের ভরনপোষণ করে আসছিলেন। এখন তার এ অকাল মৃত্যুতে আমার মামী তিনটা নাবালক বাচ্চা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন।আমরা এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি ।
গোয়ালন্দ ঘাট থানার এসআই হাবিবুর রহমান জানান, আমরা লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তবে তাকে বিষাক্ত কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।