রাজবাড়ীর গোয়ালন্দে ১শ পিস ইয়াবা বড়িসহ মো. লালন প্রামানিক (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী। সে দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার আক্কাছ প্রামানিকের ছেলে ।
বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মো. মেহেদী হাসান, এএসআই মো. মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন খিচুরী পট্টি শিরিনের বাড়ীর প্রধান ফটকের সামনের গলির রাস্তার উপর হতে ১শ পিস ইয়াবা বড়িসহ মো. লালন প্রামানিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।