রাজবাড়ীর গোয়ালন্দে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)-এর উদ্যোগে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারী) “আপনার মাস্ক কোথায়?” প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , উপজেলা পরিষদ, উপজেলার দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় পায়ে হেটে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি ডা. হাসিবুল হাসান ,সহ-সভাপতি কলিন পার্থ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলনসহ অন্যান্যরা।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি ডা. হাসিবুল হাসান জানান, আজ দ্বিতীয় দিনের মতো তাদের কার্যক্রম চলমান রয়েছে। গত শুক্রবারে রাজবাড়ী জেলা সদর মসজিদে মাস্ক বিতরণ করে কার্যক্রমের উদ্ভোদন করা হয়। আজ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , উপজেলা পরিষদ, দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট এলাকায় সহস্রাধিক মাস্ক বিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।