রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩ বছরে পদার্পণ আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে।
এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।
যুগান্তর স্বজন সমাবেশ গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি ইব্রাহিম সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন,যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি, উপদেষ্টা নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি আজু শিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু,উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান,সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক জালাল হোসাইনসহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্বজন সমাবেশের সদস্যবৃন্দ সভায় উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা খলিলুর রহমান।
দোয়া মাহফিলে যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান যুগান্তরের প্রকাশক, সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এবং যুগান্তর পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।