রাজবাড়ী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ব্রেইন স্ট্রোক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারই সুস্থতা কামনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সৌদি প্রবাসী সালমান জেড রাহমান (সোলাইমান) এর উদ্যোগে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি আ. সালাম মৃধা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় ও পরিবারের সকলের সুস্থতার জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বেলা সাড়ে ১২ টার দিকে তাকে অচেতন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।