মোংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, কালের কন্ঠ ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মোংলা প্রতিনিধি মরহুম সাংবাদিক এম এ মোতালেব স্মরনে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মোংলা প্রেস ক্লাবের হল রুমে মোংলা প্রেস ক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা শেখ আব্দুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মোংলা প্রেস ক্লাবের সদস্যরা সহ মোংলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে মরহুর সহ প্রেস ক্লাবের অনান্য মৃত সদস্য ব্যাক্তি সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা ও পরিবাবরের প্রতি সমবেদনা জানানো হয় । দোয়া মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরন করা হয়।