১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তীব্র কুয়াশায় ৯ ঘন্টা বন্ধ থাকার ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তীব্র কুয়াশায় ৯ ঘন্টা বন্ধ থাকার ফেরি চলাচল স্বাভাবিক।

দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এনিয়ে এবার শীত মৌসুমে কুয়াশায় ফেরি সার্ভিস বন্ধ ছিল মোট ১০৮ ঘন্টা।
শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে কয়েকশত যানবাহন, দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা বন্দরের সহ-ব্যবস্থাপ শাহ খালেদ নেওয়াজ জানান, গত রবিবার সন্ধ্যা রাত থেকেই কুয়াশা ছিলো। তবে রাত সাড়ে ৯টা থেকেই কুয়াশার তীব্রতা বেড়ে যায় ব্যাপক ভাবে। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ঐরাতেই ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
দীর্ঘ ৯ ঘন্টা পর পুনরায় রবিবার (১৫ জানুয়ারি) সকালে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এনিয়ে এই নৌরুটে এই শীত মৌসুমে প্রায় ১০৮ ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। তিনি আরও জানান, এ নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। রবিবার ৯ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে কয়েক’শ যানবাহন আটকা পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের কমবে বলে আশা করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তীব্র কুয়াশায় ৯ ঘন্টা বন্ধ থাকার ফেরি চলাচল স্বাভাবিক

Update Time : ০৬:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এনিয়ে এবার শীত মৌসুমে কুয়াশায় ফেরি সার্ভিস বন্ধ ছিল মোট ১০৮ ঘন্টা।
শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি সার্ভিস বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকা পড়ে কয়েকশত যানবাহন, দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা বন্দরের সহ-ব্যবস্থাপ শাহ খালেদ নেওয়াজ জানান, গত রবিবার সন্ধ্যা রাত থেকেই কুয়াশা ছিলো। তবে রাত সাড়ে ৯টা থেকেই কুয়াশার তীব্রতা বেড়ে যায় ব্যাপক ভাবে। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ঐরাতেই ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
দীর্ঘ ৯ ঘন্টা পর পুনরায় রবিবার (১৫ জানুয়ারি) সকালে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এনিয়ে এই নৌরুটে এই শীত মৌসুমে প্রায় ১০৮ ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। তিনি আরও জানান, এ নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। রবিবার ৯ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে কয়েক’শ যানবাহন আটকা পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের কমবে বলে আশা করছি।