রাজবাড়ী সদর উপজেলার মিজান পুর ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ৪৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাদিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকার মৃত ফজল করিম মোল্লা’র ছেলে মো. মুকুল মোল্লা (৪৫)। মাদক কারবারি মুকুল মোল্লা বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার মিজান পুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বাঘমারা নতুন পাড়া এলাকায় বসবাস করে।
বুধবার (১৮ জানুয়ারি ) রাত সাড়ে ৮টায় এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান।
প্রেস নোটে আরও জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম এদিন বিকাল সাড়ে ৪টার দিকে মাদক কারবারির বর্তমানে উল্লেখিত ঠিকানায় নিজ বসতবাড়ি থেকে ৪৪ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।