রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে আমিরুন নেছা জামে মসজিদ ও এতিম খানার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সারে আটটায় পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকায় আমেরিকান প্রবাসী এস এম রেজা আহমেদের অর্থায়নে দ্বিতল বিশিষ্ট এই জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, প্রবাসী রেজা আহমেদের স্ত্রী তানিয়া নুর, পৌর কাউন্সিলর নিজাম শেখ, বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা পলাশ মোল্লা, ডেইলি অবজারভার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, শিক্ষক শফিকুল ইসলামসহ প্রতিদিনের সকাল গ্রæপের সদস্যগণ।
আমিরুন নেছা জামে মসজিদ ও এতিম খানার প্রতিষ্ঠাতা এস এম রেজা আহমেদ জানান দ্বিতল বিশিষ্ট এই মসজিদের প্রথম তলায় মসজিদের কার্যক্রম পরিচালিত হবে এবং দ্বিতীয় তলায় করবেন এতিম খানা, যেখানে এতিম বাচ্চারা থাকবেন। এতিম বাচ্চারা এখানে থাকা খাওয়াসহ হাফিজিয়া পর্যন্ত পড়ার সুযোগ পাবেন। থাকা খাওয়া, পোশাক সহ সব খরচ নিজেই বহন করবেন বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম আবু সাইদ।
উদ্বোধনী বক্তব্যে উপস্থিত জনগণের উদ্দেশ্যে পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, এর মাধ্যমে একদিকে যেমন এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবেন তেমনি কিছু এতিম বাচ্চা থাকা খাওয়াসহ আলেম হওয়ার সুযোগ পাবেন। মসজিদে নিয়মিত নামাজ আদায় করা সম্ভব হলে জীবনে শান্তি ও স্বস্তি পাওয়া যায়। ইচ্ছা ও অদম্য উদ্যম থাকলে অসাধ্য কাজ সাফল করা যায়।