রাজবাড়ীর গোয়ালন্দে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি শিমুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়া’র মৃত খলিল চৌধুরীর ছেলে।
মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে পোড়াভিটা তিন রাস্তার মোড় থেকে ১০০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেপ্তার করে।
এসময় ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদক কারবারি শিমুল অতি চতুর হওয়ায় তাকে আগে অনেক চেষ্টা করেও তার কাছে মাদক না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। সে মুলত পোড়াভিটা এলাকার গোলাপি, সালমা, আমেনাদের মতো ছোট ছোট মাদক ব্যাবসায়িদের দ্বারা মাদক বিক্রি করান পূর্বে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।