রাজবাড়ীর গোয়ালন্দে ১১ বস্তা চোরাই চাউলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ বস্তা (২৭৫ কেজি) চাউলসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর কাহার পাড়া’র মৃত মোহাম্মদ আলী খান এর ছেলে রাব্বি আহম্মেদ (২৪), গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ড হাউলি কেউটিল এলাকার ওসমান গনি মন্ডলের ছেলে মো. মেহেদী হাসান রাব্বি মন্ডল (২৮), উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি এলাকার মো. চাঁদাই শেখের ছেলে মো. রাকিব (২৭)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু করে মঙ্গলবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।