রংপুরের তারাগঞ্জে “শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে সব শিশু দুধ পাবে অনায়াসে” এ স্লোগান সামনে রেখে ১৬২ জন শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ বিতরণের উদ্ধধোন করেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।
তারাগঞ্জ উপজেলা নিবাহী অফিসার রাসেল মিয়ার সভাপত্বিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. এ কেএম ফরহাদ হোসেন নোমান, শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত নীল রতন দেবসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পুষ্টির অভাব দূর করণের লক্ষে এ কর্মসূচি নিয়মিত চালু থাকবে, সেই সাথে ২৫ সালের মধ্যে সারাদেশে গ্রাম শহরসহ প্রতিটি স্কুলে দুধ বিতরণ কর্মসূচী চালু করার কথা রয়েছে।