০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির উদ্দেশ্য নির্বাচন করা নয়, নির্বাচন ভণ্ডুল করা বা প্রশ্নবিদ্ধ করা -তথ্যমন্ত্রী

বিএনপি বরাবরের মতো এবারও ভোট থেকে পালিয়ে যাওয়ার ছুতা খুঁজছে, বিএনপির উদ্দেশ্য নির্বাচন করা নয়। নির্বাচন ভণ্ডুল করা বা প্রশ্নবিদ্ধ করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণশক্তি নিয়ে অংশগ্রহণ করুক। কিন্তু তারা পালিয়ে যাওয়ার ছুতা তৈরি করতে চায়।’

হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে সবার অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হয় সেটিই আমরা চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি সবসময় নির্বাচন থেকে পালিয়ে যায়। মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার ছুতা তৈরি করতেই বক্তব্য দিচ্ছেন।’

তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন করা নয়। নির্বাচন ভণ্ডুল করা বা প্রশ্নবিদ্ধ করা। কারণ, বিএনপির বক্তব্যে মনে হয়, তারা নির্বাচনে জেতার গ্যারান্টি চায়। সেটি পেলে অংশ নেবে, নচেৎ নয়।

‘কিন্তু এ গ্যারান্টি তো জনগণ বা সরকার বা নির্বাচন কমিশন কেউই দিতে পারবে না। আর বিএনপি নির্বাচন বর্জন করলেও জনগণ যে ব্যাপকভাবে অংশ নেয়, সেটি সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘তবে বিএনপি একটি বড় দল, তারা রাষ্ট্রক্ষমতায় ছিল, আমি তাদের নির্বাচনে অংশ নেয়ার অনুরোধ জানাবো। কারণ, আমরা ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই।’

একইসঙ্গে বিএনপি নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা-অর্থদাতা হিসেবে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা আছে। অভিযুক্তদের বাড়িয়ে নেওয়া সময়, উচ্চ আদালতের স্থগিতাদেশ -এগুলোর মেয়াদ শেষ বা ভ্যাকেট হলে আদালতের নিয়মানুযায়ী আবার মামলা চালু হয়ে যায়।’

অগ্নিসন্ত্রাসের সাথে সরাসরি জড়িত অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেয়া হলেও বিএনপির যেসব নেতৃবৃন্দ হুকুমদাতা-অর্থদাতা ছিল, তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তথ্যমন্ত্রী।

জনগণের দাবি হওয়ায় অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

বিএনপির উদ্দেশ্য নির্বাচন করা নয়, নির্বাচন ভণ্ডুল করা বা প্রশ্নবিদ্ধ করা -তথ্যমন্ত্রী

Update Time : ১০:৪৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

বিএনপি বরাবরের মতো এবারও ভোট থেকে পালিয়ে যাওয়ার ছুতা খুঁজছে, বিএনপির উদ্দেশ্য নির্বাচন করা নয়। নির্বাচন ভণ্ডুল করা বা প্রশ্নবিদ্ধ করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণশক্তি নিয়ে অংশগ্রহণ করুক। কিন্তু তারা পালিয়ে যাওয়ার ছুতা তৈরি করতে চায়।’

হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে সবার অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হয় সেটিই আমরা চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি সবসময় নির্বাচন থেকে পালিয়ে যায়। মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার ছুতা তৈরি করতেই বক্তব্য দিচ্ছেন।’

তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন করা নয়। নির্বাচন ভণ্ডুল করা বা প্রশ্নবিদ্ধ করা। কারণ, বিএনপির বক্তব্যে মনে হয়, তারা নির্বাচনে জেতার গ্যারান্টি চায়। সেটি পেলে অংশ নেবে, নচেৎ নয়।

‘কিন্তু এ গ্যারান্টি তো জনগণ বা সরকার বা নির্বাচন কমিশন কেউই দিতে পারবে না। আর বিএনপি নির্বাচন বর্জন করলেও জনগণ যে ব্যাপকভাবে অংশ নেয়, সেটি সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘তবে বিএনপি একটি বড় দল, তারা রাষ্ট্রক্ষমতায় ছিল, আমি তাদের নির্বাচনে অংশ নেয়ার অনুরোধ জানাবো। কারণ, আমরা ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই।’

একইসঙ্গে বিএনপি নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা-অর্থদাতা হিসেবে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা আছে। অভিযুক্তদের বাড়িয়ে নেওয়া সময়, উচ্চ আদালতের স্থগিতাদেশ -এগুলোর মেয়াদ শেষ বা ভ্যাকেট হলে আদালতের নিয়মানুযায়ী আবার মামলা চালু হয়ে যায়।’

অগ্নিসন্ত্রাসের সাথে সরাসরি জড়িত অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেয়া হলেও বিএনপির যেসব নেতৃবৃন্দ হুকুমদাতা-অর্থদাতা ছিল, তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান তথ্যমন্ত্রী।

জনগণের দাবি হওয়ায় অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।