মাগুরার শালিখা উপজেলায় শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হেসেনের নির্দেশনায় এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ৭৮ পুরিয়া গাঁজাসহ মনোয়ারা বেগম(৫০) নামে এক নারীকে আটক করেছে।
আটককৃত নারী মাগুরা জেলার শালিখা উপজেলার ফুলবাড়ি গ্রামের নবীয়ার হোসেনের স্ত্রী। গতকাল শুক্রবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ঔ নারীকে আটক করা হয়।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাগুরা জেলার মান্যবর পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজার সার্বিক নির্দেশনায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এক গোপন সংবাদের ওই মহিলাকে ৭৮ পুরিয়া (১১০ গ্রাম) গাঁজাসহ আটক করা হয়েছে। এব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।