১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দূর্গম চরে চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মইজুদ্দিন বেপারীর ছেলে ও ঢালারচর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী বেপারীকে (৬৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় গোয়ালন্দ উপজেলার রাখালগাছি গ্রামের মজিবর প্রামানিকের ছেলে মো. মনির প্রামানিক (৩০) কে রাজবাড়ী সদর থানার অন্তরমোড় খেয়াঘাট থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকেলে রাজবাড়ী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুধাংশু শেখর রায়ের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে।

এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন ও সঙ্গীয় ফোর্স রাজবাড়ী সদর থানার অন্তরমোড় খেয়াঘাট থেকে মো। মনির প্রামানিককে গ্রেপ্তার করা হয়। সে আদালতে আক্কাস আলী বেপারী হত্যার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২১জুন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি দুর্গম চর এলাকার করিম প্রামানিকের বাড়ীর নিকট আক্কাছ আলী নদীর তীরে অবস্থান করছিল। এ সময় একটি ট্রলারযোগে এসে সশস্ত্র দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তারা আক্কাছ আলীকে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে ট্রলারযোগে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

গোয়ালন্দে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

Update Time : ১০:২৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দূর্গম চরে চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মইজুদ্দিন বেপারীর ছেলে ও ঢালারচর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী বেপারীকে (৬৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় গোয়ালন্দ উপজেলার রাখালগাছি গ্রামের মজিবর প্রামানিকের ছেলে মো. মনির প্রামানিক (৩০) কে রাজবাড়ী সদর থানার অন্তরমোড় খেয়াঘাট থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকেলে রাজবাড়ী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুধাংশু শেখর রায়ের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে।

এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন ও সঙ্গীয় ফোর্স রাজবাড়ী সদর থানার অন্তরমোড় খেয়াঘাট থেকে মো। মনির প্রামানিককে গ্রেপ্তার করা হয়। সে আদালতে আক্কাস আলী বেপারী হত্যার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২১জুন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি দুর্গম চর এলাকার করিম প্রামানিকের বাড়ীর নিকট আক্কাছ আলী নদীর তীরে অবস্থান করছিল। এ সময় একটি ট্রলারযোগে এসে সশস্ত্র দূর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তারা আক্কাছ আলীকে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে ট্রলারযোগে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করে।