০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ছবি এডিট করে এ্যাড.জামাল হোসেনকে ফাঁসাতে প্রতিপক্ষের ষড়যন্ত্র : মূল অপরাধী গ্রেফতার

প্রধানমন্ত্রীর ছবির সাথে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেনের ছবি এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার রাত তিনটার দিকে নগরকান্দা থানা পুলিশ মোঃ হোসেন আলী (২৭) নামের ওই যুবককে গ্রেফতার করে। সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে অভিযুক্ত মোঃ হোসেন আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সালথা উপজেলার নান্নু ফকিরের ছেলে মোঃ হোসেন আলী নামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেনের ছবি এডিট করে তা প্রচার করে।

এ ঘটনা জানতে পেরে ২৫ জুন জামাল হোসেন মিয়া ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা করেন। মামলার আর্জিতে তিনি জানান, মোঃ হোসেন আলী নামের এক যুবক রাজনৈতিক এবং পারিবারিকভাবে তাকে হেয় করতে ফটোশপের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি এডিট করে ফেসবুকে প্রচার করে। এ ঘটনাটি জানতে পেরে তিনি অত্যন্ত মর্মাহত ও অপমানিত হন। আসামি একজন এন্টি আওয়ামী লীগ সমর্থক।

আসামির এমন কার্যে যে মানহানী হয়েছে তা টাকার অংকে নিরুপণ করা সম্ভব না হলেও আনুমানিক ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

আদালতে মামলার প্রেক্ষিতে নগরকান্দা থানা পুলিশ রবিবার রাতে অভিযুক্ত হোসেন আলীকে গ্রেফতার করে।

মামলার বাদি অ্যাডভোকেট জামাল হোসেন জানান, সামাজিক ও রাজনৈতিক ভাবে তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর ছবির সাথে তার ছবি এডিট করে বসানো হয়েছে। এ ঘটনায় তিনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা এমন জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, আদালতে মামলার পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

প্রধানমন্ত্রীর ছবি এডিট করে এ্যাড.জামাল হোসেনকে ফাঁসাতে প্রতিপক্ষের ষড়যন্ত্র : মূল অপরাধী গ্রেফতার

Update Time : ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

প্রধানমন্ত্রীর ছবির সাথে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেনের ছবি এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার রাত তিনটার দিকে নগরকান্দা থানা পুলিশ মোঃ হোসেন আলী (২৭) নামের ওই যুবককে গ্রেফতার করে। সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে অভিযুক্ত মোঃ হোসেন আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সালথা উপজেলার নান্নু ফকিরের ছেলে মোঃ হোসেন আলী নামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেনের ছবি এডিট করে তা প্রচার করে।

এ ঘটনা জানতে পেরে ২৫ জুন জামাল হোসেন মিয়া ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা করেন। মামলার আর্জিতে তিনি জানান, মোঃ হোসেন আলী নামের এক যুবক রাজনৈতিক এবং পারিবারিকভাবে তাকে হেয় করতে ফটোশপের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি এডিট করে ফেসবুকে প্রচার করে। এ ঘটনাটি জানতে পেরে তিনি অত্যন্ত মর্মাহত ও অপমানিত হন। আসামি একজন এন্টি আওয়ামী লীগ সমর্থক।

আসামির এমন কার্যে যে মানহানী হয়েছে তা টাকার অংকে নিরুপণ করা সম্ভব না হলেও আনুমানিক ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

আদালতে মামলার প্রেক্ষিতে নগরকান্দা থানা পুলিশ রবিবার রাতে অভিযুক্ত হোসেন আলীকে গ্রেফতার করে।

মামলার বাদি অ্যাডভোকেট জামাল হোসেন জানান, সামাজিক ও রাজনৈতিক ভাবে তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর ছবির সাথে তার ছবি এডিট করে বসানো হয়েছে। এ ঘটনায় তিনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা এমন জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, আদালতে মামলার পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।