রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে একশত পিছ ইয়াবা ট্যাবলেট এবং দশ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ রুবেল মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সে গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতাব্বরপাড়ার মো. খবির উদ্দিন মোল্লার ছেলে।
গত ১১ জুলাই রাত সাড়ে ১১টার সময় গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার মো. ফজের আলীর বাড়িওয়ালার বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী মো. রুবেল মোল্লাকে একশত পিছ ইয়াবা ট্যাবলেট ও দশ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ হাতে-নাতে গ্রেপ্তার করেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান খান বলেন, গ্রেপ্তারকৃত আসামী মো. রুবেল মোল্লার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার এফআইআর নং-১৪/২০০, তারিখ-১৮ জুলাই, ২০২১; জি আর নং-২০০, ধারা-১৪৩/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬(২) পেনাল কোড-১৮৬০; মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।