রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নগদ টাকা, খেলার তাস ও জুয়া খেলার হিসাবের খাতাসহ জুয়ার আসর থেকে ৮জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মো. শামছুল শেখের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৭), মিরজান শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৩২), মৃত জাকের আলীর ছেলে মো. নুর ইসলাম সরদার (৪৫), মৃত মান্নান বেপারীর ছেলে মো. খলিল বেপারী (৪৭), মৃত জোমারত শেখের ছেলে মো. কামাল শেখ (৫০), মৃত হোসেন মোল্লার ছেলে মো. কাদের মোল্লা (৪২), আব্দুল হাকিম শেখের ছেলে মো. আলমগীর শেখ (৩৮), মৃত হাতেম আলী শেখের ছেলে মো. নাজির হোসেন শেখ (৫৪)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মো. আমিনুল ইসলামের টিনের তৈরি একচালা ছাপড়া ঘরের ভিতর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোতালেব হোসেন, এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে নগদ এক হাজার ত্রিশ টাকা ও বিভিন্ন রংয়ের দুই পেটি (বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাব খাতাসহ জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।