রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৬ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
অভিযানে জুয়ার খেলার আসর থেকে নগদ তিন হাজার একশত আশি টাকা ও বিভিন্ন রংয়ের এক পেটি(বান্ডিল) খেলার তাস, একটি জুয়া খেলার হিসাব খাতা, জুয়ার খেলার আসরে বসার জন্য একটি প্লাষ্টিকের চট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত মোকছেদ প্রামানিকের মো. মজনু প্রামানিক (৩৮), মো. শহীদ শেখের ছেলে মো. আরিফ শেখ (৩৪), মৃত আ. রহমান প্রামানিকের ছেলে আলীপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুরবান আলী প্রামানিক (৪৫), মো. নবাব আলী মন্ডলের ছেলে মো. ইসলাম মন্ডল (৩৪), মৃত কাদের মজুমদারের ছেলে মো. খলিল মজুমদার (৫০), মৃত মহিউদ্দিন খার ছেলে মো. শফিক খা (৪০)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত¡াবধানে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার সময় এআসই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মো.আসলাম খানের চায়ের দোকানের ভিতর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপরে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক ইউপি সদস্য কুরবান আলী প্রামাণিকের আটকের বিষয়টি নিশ্চিত করেন।