মোংলায় নাশকতা মামলায় বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মোংলা থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ৩ আগস্ট বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মোংলা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুর উদ্দিন টুটুল ও মোংলা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসলাম হোসেন চয়ন
পুলিশ জানায়, জনমনে ভীতি তৈরি ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক মোংলা থানায় একটি মামলা হয় (মামলা নং-৪ তারিখ ০৮/০৩/২৩)। উক্ত মামলায় তাদেরকে আটক করা হয়।
মোংলা থানার সেকেন্ড অফিসার ঠাকুরদাশ মন্ডল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।