রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকা থেকে মিন্নত (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
অতিরিক্ত নেশাদ্রব্য গ্রহনের কারনে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন। সে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ইউনুস আলীর ছেলে।
রবিবার (৬ আগষ্ট) সকালে পোড়াভিটার জনৈক করিমের বাড়ির ঘরের মধ্যে লাশটি পাওয়া যায়।
ওই বাড়ির ভাড়াটিয়া মিঠুন শেখ জানান, সকাল সারে ছয়টার দিকে যুবকটি ১০ মিনিটের জন্য তাদের ঘরে বসতে চায়। এ সময় তিনি দোকান থেকে দুটি সিগারেট কিনে নেয়। একটু পর গিয়ে দেখি তিনি ঝিমাচ্ছেন। এ সময় আমি তাকে ডেকে তোলার চেষ্টা করেও ব্যার্থ হই।
কিছুক্ষণ পর লোকটির দু’জন সঙ্গী এসে তাকে ডাকাডাকি করলেও কোন সারা দেয় না। এ অবস্হায় স্হানীয়ভাবে ডাক্তার ডাকলে ডাক্তার তাকে মৃত বলে জানায়। তখন তারা পুলিশকে খবর দেয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি অতিরিক্ত নেশা করার কারণে মারা গেছে। তাছাড়া সে নিয়মিত এখানে আসতো বলে আমরা জানতে পেরেছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা করা হবে।