০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি ৫৬ জন

গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নতুন ক‌রে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩০ জন। বর্তমা‌নে চি‌কিৎসাধীন অবস্থ‌ায় জেলা সদর সহ উপ‌জেলা হাসপাতাল গু‌লো‌তে ভ‌র্তি র‌য়ে‌ছে ৫৬জন রোগী। রোববার বেলা ১১টার দি‌কে রাজবাড়ীর সি‌ভিল সার্জন কার্যালয় সু‌ত্রে এ তথ‌্য জানা‌গে‌ছে।
এদিকে প্রতি‌দিনই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ‌্যা বাড়‌লেও এখনও জেলা সদর হাসপাতা‌লে একই ওয়া‌র্ডে সাধারন রোগীর পাশাপা‌শি চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে ডেঙ্গু রোগী‌দের। নামমাত্র খোলা হ‌য়ে‌ছে ডেঙ্গু ওয়ার্ড।
অপর‌দি‌কে এখন পর্যন্ত রাজবাড়ী‌তে ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে কোন রোগী মারা না গে‌লেও ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে রাজবাড়ী সদর ও বা‌লিয়াকা‌ন্দির দুই নারী। ত‌বে ডেঙ্গু রোগীর সাধারন চি‌কিৎসা ছাড়া রাজবাড়ী‌তে নাই উন্ন‌ত কোন চি‌কিৎসা ব‌্যবস্থা। র‌ক্তের প্লা‌টি‌লেট ক‌মে গে‌লে অথবা আইসিইউ বা সি‌সি‌ইউ সা‌পোর্ট প্রয়োজন হ‌লেই উন্নত চি‌কিৎসার জন‌্য রোগীদের রেফার করা হয় ফ‌রিদপুর বা ঢাক‌ায়। ফ‌লে নানা ভোগা‌ন্তি‌তে প‌ড়েন রোগী ও তার স্বজনরা। এছাড়া ডেঙ্গু নিধ‌নে উল্লেখ‌্য কোন কার্যকমও চো‌খে পড়‌ছে না।
জানা‌গে‌ছে, এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৫৩ জন। এর মধ্যে ৫৯৭ জন সুস্থ হয়েছে। ভ‌র্তিকৃত রোগীর ম‌ধ্যে রাজবাড়ী সদর হাসপাতা‌লে ১৮ জন, পাংশা উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ১৫ জন, কালুখালী‌তে ৮ জন, বা‌লিয়াকা‌ন্দি‌তে ১২ জন ও গোয়ালন্দে ৩ জন।
রাজবাড়ীর সি‌ভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রা‌হিম টি‌টোন ব‌লেন, আস‌লে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনপ্রতি‌নি‌ধি‌দের পাশাপা‌শি জনগণ‌কে স‌চেতন হ‌তে হ‌বে। ত‌বে তারা স‌চেতনতামুলক কার্যক্রম হিসাবে লিপ‌লেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চালা‌চ্ছেন। এছাড়া চি‌কিৎসার জন‌্য তা‌দের কা‌ছে পর্যাপ্ত কিট, ওষুধ ও মশা‌রি র‌য়ে‌ছে। আর ডেঙ্গুর জন‌্য আলাদা ওয়ার্ড জরুরী না‌, জরুরী রোগী‌কে মশা‌রির ম‌ধ্যে রাখা, চি‌কিৎসকের পরামর্শ অনুযায়ী চলা ও প্রচুর প‌রিমা‌নে তরল খাবার খাওয়া‌নো। এবং সব‌চে‌য়ে বে‌শি জরুরী জনস‌চেতনতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

রাজবাড়ীতে নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি ৫৬ জন

Update Time : ০৭:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নতুন ক‌রে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩০ জন। বর্তমা‌নে চি‌কিৎসাধীন অবস্থ‌ায় জেলা সদর সহ উপ‌জেলা হাসপাতাল গু‌লো‌তে ভ‌র্তি র‌য়ে‌ছে ৫৬জন রোগী। রোববার বেলা ১১টার দি‌কে রাজবাড়ীর সি‌ভিল সার্জন কার্যালয় সু‌ত্রে এ তথ‌্য জানা‌গে‌ছে।
এদিকে প্রতি‌দিনই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ‌্যা বাড়‌লেও এখনও জেলা সদর হাসপাতা‌লে একই ওয়া‌র্ডে সাধারন রোগীর পাশাপা‌শি চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে ডেঙ্গু রোগী‌দের। নামমাত্র খোলা হ‌য়ে‌ছে ডেঙ্গু ওয়ার্ড।
অপর‌দি‌কে এখন পর্যন্ত রাজবাড়ী‌তে ডেঙ্গু‌তে আক্রান্ত হ‌য়ে কোন রোগী মারা না গে‌লেও ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে রাজবাড়ী সদর ও বা‌লিয়াকা‌ন্দির দুই নারী। ত‌বে ডেঙ্গু রোগীর সাধারন চি‌কিৎসা ছাড়া রাজবাড়ী‌তে নাই উন্ন‌ত কোন চি‌কিৎসা ব‌্যবস্থা। র‌ক্তের প্লা‌টি‌লেট ক‌মে গে‌লে অথবা আইসিইউ বা সি‌সি‌ইউ সা‌পোর্ট প্রয়োজন হ‌লেই উন্নত চি‌কিৎসার জন‌্য রোগীদের রেফার করা হয় ফ‌রিদপুর বা ঢাক‌ায়। ফ‌লে নানা ভোগা‌ন্তি‌তে প‌ড়েন রোগী ও তার স্বজনরা। এছাড়া ডেঙ্গু নিধ‌নে উল্লেখ‌্য কোন কার্যকমও চো‌খে পড়‌ছে না।
জানা‌গে‌ছে, এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৫৩ জন। এর মধ্যে ৫৯৭ জন সুস্থ হয়েছে। ভ‌র্তিকৃত রোগীর ম‌ধ্যে রাজবাড়ী সদর হাসপাতা‌লে ১৮ জন, পাংশা উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ১৫ জন, কালুখালী‌তে ৮ জন, বা‌লিয়াকা‌ন্দি‌তে ১২ জন ও গোয়ালন্দে ৩ জন।
রাজবাড়ীর সি‌ভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রা‌হিম টি‌টোন ব‌লেন, আস‌লে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনপ্রতি‌নি‌ধি‌দের পাশাপা‌শি জনগণ‌কে স‌চেতন হ‌তে হ‌বে। ত‌বে তারা স‌চেতনতামুলক কার্যক্রম হিসাবে লিপ‌লেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চালা‌চ্ছেন। এছাড়া চি‌কিৎসার জন‌্য তা‌দের কা‌ছে পর্যাপ্ত কিট, ওষুধ ও মশা‌রি র‌য়ে‌ছে। আর ডেঙ্গুর জন‌্য আলাদা ওয়ার্ড জরুরী না‌, জরুরী রোগী‌কে মশা‌রির ম‌ধ্যে রাখা, চি‌কিৎসকের পরামর্শ অনুযায়ী চলা ও প্রচুর প‌রিমা‌নে তরল খাবার খাওয়া‌নো। এবং সব‌চে‌য়ে বে‌শি জরুরী জনস‌চেতনতা।