বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সাজার রায় বাতিলের দাবীতে রাজবাড়ী জেলা আইনজীবি ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২টায় রাজবাড়ী জেলা বার ভবনের সামনে জেলা আইনজীবি ফেরামের সভাপতি এ্যাড. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল বারী কুটিন, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক, যুবদল নেতা এ্যাড. নেকবর হোসেন মনি প্রমুখ। বক্তারা দ্রæত রায় প্রত্যাহারের দাবী জানান।