গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন কালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গৃহ গুলো উদ্বোধন করেন। এসময় দেশের ১২৩ জেলায় ২২ হাজার ১০১ টি ঘর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় ১৩ টি ঘর হস্তান্তর করা হয়। এ নিয়ে এ উপজেলায় সর্বোমোট ৭০৭ টি ঘর হস্তান্তর করা হয়। এর পরই গোয়ালন্দ উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা হল রুমে গৃহ হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। এ-সময় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, মুক্তিযোদ্ধা, সুধী সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
News Title :
গোয়ালন্দে উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-
সরোয়ার আহমেদ
- Update Time : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- ১৩২ Time View
Tag :
Popular Post