০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে যৌনকর্মীদের মানববন্ধন

বাড়ি দখল, চাঁদাবাজি মিথ্যা মামলা ও নির্যাতনের শিকারের অভিযোগ তুলে যশোরের ইমরান হোসাইন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে দেশের বৃহত্তম যৌনপল্লীর যৌনকর্মীরা।
সোমবার (২৮ আগষ্ট) দুপুরে অসহায় যৌনকর্মীবৃন্দের ব্যানারে যৌনপল্লীর প্রধান গলির সামনে রেলস্টেশনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় যৌনপল্লীর বাড়িওয়ালি শেফালী ও তার মেয়ে খুশি আক্তারসহ অন্যান্য যৌনকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, যশোরের ইমরান হোসাইন নামের এক ব্যক্তি গত দের বছর আগে বৈশাখী নামের এক যৌনকর্মীকে বিয়ে করেন। এরপর থেকে সে নিয়মিত যৌনপল্লীতে যাতায়াত করতে থাকেন। এই সময়টাতে ইমরান ও বৈশাখীর নিকট ঘর ভাড়া বাবদ ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া সত্ত্বেও উল্টো মামলার ভয় দেখিয়ে আমাদের নিকট চাঁদা দাবি করে সে। এমনকি একপর্যায়ে ভুয়া দলিল করে বাড়িওয়ালি শেফালীর বাড়ি নিজের বাড়ি বলে দাবি করেন সে। সেই বাড়ি দখলের জন্য মোহাম্মাদ আলী নামে একজনকে পাঠালে পুলিশ খবর দিলে তাকে ধরে নিয়ে যায় এরপর থেকেই সে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। এছাড়াও সে তার স্বার্থ হাসিলের জন্য থানায় ও কোর্টে মামলা দিয়ে হয়রানি করে যৌনকর্মীদের এবং প্রশাসনের ভয় দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।
এসময় শতশত যৌনকর্মী তার বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকে। এবং তাদের নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ইমরান হোসাইন বিভিন্ন সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতার নাম ব্যাবহার করে যৌনকর্মীদের হয়রানি করে আসছিল। তিনি থানায় যৌনপল্লির কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কোন সত্যতা পায়নি। তাছাড়া তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের মধ্যে বৈশাখী নামের একজনকে তিনি বিয়ে করে সংসার করছেন। একজনের বাড়ী কিনেছেন সেটা দখল দারিত্ব নিয়ে ঝামেলা করলে পুলিশ মোহাম্মদ আলী নামে একজনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে পাঠায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

গোয়ালন্দে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে যৌনকর্মীদের মানববন্ধন

Update Time : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
বাড়ি দখল, চাঁদাবাজি মিথ্যা মামলা ও নির্যাতনের শিকারের অভিযোগ তুলে যশোরের ইমরান হোসাইন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে দেশের বৃহত্তম যৌনপল্লীর যৌনকর্মীরা।
সোমবার (২৮ আগষ্ট) দুপুরে অসহায় যৌনকর্মীবৃন্দের ব্যানারে যৌনপল্লীর প্রধান গলির সামনে রেলস্টেশনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় যৌনপল্লীর বাড়িওয়ালি শেফালী ও তার মেয়ে খুশি আক্তারসহ অন্যান্য যৌনকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, যশোরের ইমরান হোসাইন নামের এক ব্যক্তি গত দের বছর আগে বৈশাখী নামের এক যৌনকর্মীকে বিয়ে করেন। এরপর থেকে সে নিয়মিত যৌনপল্লীতে যাতায়াত করতে থাকেন। এই সময়টাতে ইমরান ও বৈশাখীর নিকট ঘর ভাড়া বাবদ ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া সত্ত্বেও উল্টো মামলার ভয় দেখিয়ে আমাদের নিকট চাঁদা দাবি করে সে। এমনকি একপর্যায়ে ভুয়া দলিল করে বাড়িওয়ালি শেফালীর বাড়ি নিজের বাড়ি বলে দাবি করেন সে। সেই বাড়ি দখলের জন্য মোহাম্মাদ আলী নামে একজনকে পাঠালে পুলিশ খবর দিলে তাকে ধরে নিয়ে যায় এরপর থেকেই সে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। এছাড়াও সে তার স্বার্থ হাসিলের জন্য থানায় ও কোর্টে মামলা দিয়ে হয়রানি করে যৌনকর্মীদের এবং প্রশাসনের ভয় দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।
এসময় শতশত যৌনকর্মী তার বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকে। এবং তাদের নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ইমরান হোসাইন বিভিন্ন সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতার নাম ব্যাবহার করে যৌনকর্মীদের হয়রানি করে আসছিল। তিনি থানায় যৌনপল্লির কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কোন সত্যতা পায়নি। তাছাড়া তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের মধ্যে বৈশাখী নামের একজনকে তিনি বিয়ে করে সংসার করছেন। একজনের বাড়ী কিনেছেন সেটা দখল দারিত্ব নিয়ে ঝামেলা করলে পুলিশ মোহাম্মদ আলী নামে একজনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে পাঠায়।