রাজবাড়ীর কালুখালী পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত আড়াই লক্ষ টাকা মূল্যের ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজিব।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে শাহ্ মোঃ সজিব বলেন, কালুখালীর পদ্মা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জব্দ করা হয়। এসময় একজনকে আটক করে ২ শত টাকা জরিমানা এবং চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস করা হয়। কালুখালী থানার এসআই শহিদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে সহায়তা করেন।