রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদর উপজেলা শ্রীপুরে অভিযান অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে। এসময় এক বান্ডিল তাস ও নগদ ৩ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।
বুধবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে মোজাহিদ মোল্লার মেহগনি বাগানের ভিতরে জুয়া খেলায় অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার মৃত গোপাল সরকারের ছেলে কৃষ্ণ সরকার (৩৪), সুকুমার সরকারের ছেলে সুব্রত সরকার (৩০) ও আকাশ সরকার (২৮), বাবু মন্ডলের ছেলে মমিন মন্ডল (৩৫) ও হাসনাবাদ এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে তামজিদ হোসেন (৩০)।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী পৌরসভার শ্রীপুরের একটি মেহগনি বাগানে জুয়া খেলা অবস্থায় এক বান্ডিল তাস ও জুয়া খেলার ৩ হাজার ৩১০ টাকাসহ তাদের আটক করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।