রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে কুদ্দুস মন্ডল (৫৮) নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। সে উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।
সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে কুদ্দুস মন্ডলসহ ১১ জন কৃষক কাজের উদ্দেশ্যে নৌকায় পদ্মা পাড়ি দিয়ে চরে যাচ্ছিল। পথিমধ্যে পদ্মার উত্তাল ঢেউয়ের কারণে তাদের বহণকৃত নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সকলেই সাঁতরে পাড়ে উঠতে পারলেও কুদ্দুস মন্ডল উঠতে পারেনি।
হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন মনির বলেন, কুদ্দুস মন্ডল আমার প্রতিবেশী চাচাত ভাই। আমরা এখন তাকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের একাধিক টিম ও স্থানীয়রা খোঁজ করছি। এখনো কোন সন্ধান পাইনি।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান বলেন, কুদ্দুস মন্ডলসহ ১১ জন সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর ওপারে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। কিন্তু নদীতে টেউয়ের কারণে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে চলে আসে। কিন্তু কুদ্দুস নদীর তীরে আসতে পারেনি। খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান উদ্ধার তৎপরতা তদারকি করছেন। সাঁতরে তীরে আসা ব্যক্তিরা সুস্থ আছেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ফরিদপুরের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।