রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ ফুটবল একাডেমী” কাপ ৩ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতি’র আয়োজনে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি বাস্তবায়নে রয়েছেন গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী। টুর্নামেন্টটি উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমী’র চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের সদস্য সচিব ও গোয়ালন্দ ফুটবল একাডেমী’র সভাপতি গোলাম মোস্তফা সোহাগ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ সভাপতি মো. সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি ও প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, সাবেক সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি গনেশ পাল, সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি জহিরুল ইসলাম হালিম, গণমুক্তি পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি তাহাজ্জুত হোসেন তাহা, সাইফুল ইসলাম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হুমায়ন আহমেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় দৌলতদিয়া সোনালী অতীত ক্লাব ৪-১ গোলে উজানচর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।
উদ্বোধনী খেলা পরিচলনায় রেফারি ছিলেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মজিবুর রহমান খান জুয়েল, সহকারি রেফারি ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর সদস্য মো. নিজাম শেখ, মো. এরশাদ মন্ডল।
টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, টুর্নামেন্টটি সোনালী অতীত ফিরিয়ে আনতে ও সোনালী অতীত খেলোয়াড়দের মিলনমেলা ঘটাতেই এমন আয়োজন। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট এবং তৃতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর শুক্রবার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে অনুষ্ঠিত হবে।