রাজবাড়ীর গোয়ালন্দে মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা বড়িসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া পশ্চিম পাড়া গ্রামের গজেন হালদারের ছেলে শ্রী রাজন হালদার (৩২) ও নাটোর জেলার গুরুদাসপুর কান্দাইল গ্রামের কাছু প্রামানিকের ছেলে মো. কাউছার প্রামানিক (২৫)।
রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ২ টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
এ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স কাউছার প্রামানিককে ৫০ পিস ইয়াবা বড়িসহ আটক করে। অপরদিকে ওই একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোষ্ট বসিয়ে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাছরুল আলম সঙ্গীয় ফোর্স অটোরিকসা থেকে ৫ গ্রাম হেরোইনসহ শ্রী রাজন হালদারকে আটক করে।
এ প্রসঙ্গে ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ তাদের দুজনকে আটক করা হয়েছে। এছাড়াও উভয়ের বিরুদ্ধেই পূর্বের আরও একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।