রাজবাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে পাংশা উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সামছুল আলম মৃধা, জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুন্ডু ও পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডলসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, বর্তমান আওয়ামী সরকারের উন্নয়ন তৃনমুল পর্যন্ত হয়েছে। বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ অসংখ্য সুবিধা ভোগ করছে মানুষ। রাস্তাঘাট, বিদ্যুতের আলো প্রতিটি ঘরে পৌছে গেছে। এক সময়ের সন্ত্রাসী জনপদ সরিষাতে এখন আর সন্ত্রাসী নেই। মানুষ এখন নিশ্চিন্তে বাড়ীতে ঘুমাতে পারে। শেখ হাসিনা তার উন্নয়নের কারনে সারা বিশ্বে পরিচিত। তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে হবে।