রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
“শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি- স্লোগানে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন – উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে এবার প্রথমবারের মত নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে এ দিবসটি পালিত হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ পৌরসভার আয়োজনে বিকেল ৫ টায় এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী ও কলেজ পাড়া একাদশ গোয়ালন্দ মুখোমুখি হয়। খেলায় কলেজ পাড়া একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
বিজয়ী দলের সাইদ হয়ে মোল্লা দলের একমাত্র গোলটি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম খান, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমির কোচ ফুটবলার আলম। ধারা বিবরনীতে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন ও সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু।
খেলা শেষে অতিথিরা উভয় দলের হাতে ট্রফি তুলে দেন।