রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে জিআর ও সিআর পরোয়ানা ভুক্ত নারীসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে সোমবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষ, এসআই মো. মাহবুব হোসাইন, এএসআই মো. ফারুক হোসেন, এএসআই অনুপ চন্দ্র সরকার, এএসআই সোহাল রানা, এএসআই মো. শহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা কালীন উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
নারীসহ ওই ৬ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার।