০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অসুস্থ অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী হোসাইন, মানবিক হতে বলবেন অর্থশালীদের।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় হার্ট এট্যাকে অসুস্থ অসহায় রোগীর চিকিৎসার পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গোয়ালন্দের  ছেলে মোহাম্মদ হোসাইন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া

এলাকায় অসুস্থ রোগী মো. ছালাম ফকির (৬৫)  পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ ২০ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মো. ছালাম ফকির অত্র এলাকার মধ্যে খুবই ভালো মনের একজন মানুষ। তার একটি মাত্র ছেলে সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষে অসুস্থ রোগী ছালাম ফকিরের চিকিৎসা করাতে ব্যর্থ হওয়ায় সমাজে বিত্তবানদের কাছে অর্থ সহায়তার অনুরোধ জানান পরিবারটি।

বিষয়টি সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন শোনার পর তিনি ওই পরিবারকে তার পক্ষ থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন। অসুস্থ ছালাম ফকির  বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে রেফার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করেন। বর্তমানে তিনি তার বাড়িতে রয়েছেন।

পরিবারের স্বজনেরা জানান, তার হার্টে রিং পড়াতে হবে। এ জন্য অনেক অর্থের প্রয়োজন, যা বহন করা আমাদের পক্ষে সম্ভব না। এ বিপদ মুহুর্তে মোহাম্মদ হোসাইন ভাই আমার পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সব সময় অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারে।

এ বিষয়ে মোহাম্মদ হোসাইন মোবাইল ফোনে বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। আজ আমি এই ছালাম ফকিরের  চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ ধরনের রোগীদের কল্যানে মানবিকতার তরে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সর্বশেষ বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই মানুষের পাশ থাকতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

অসুস্থ অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী হোসাইন, মানবিক হতে বলবেন অর্থশালীদের।

Update Time : ০২:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় হার্ট এট্যাকে অসুস্থ অসহায় রোগীর চিকিৎসার পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গোয়ালন্দের  ছেলে মোহাম্মদ হোসাইন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া

এলাকায় অসুস্থ রোগী মো. ছালাম ফকির (৬৫)  পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ ২০ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মো. ছালাম ফকির অত্র এলাকার মধ্যে খুবই ভালো মনের একজন মানুষ। তার একটি মাত্র ছেলে সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষে অসুস্থ রোগী ছালাম ফকিরের চিকিৎসা করাতে ব্যর্থ হওয়ায় সমাজে বিত্তবানদের কাছে অর্থ সহায়তার অনুরোধ জানান পরিবারটি।

বিষয়টি সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন শোনার পর তিনি ওই পরিবারকে তার পক্ষ থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন। অসুস্থ ছালাম ফকির  বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে রেফার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করেন। বর্তমানে তিনি তার বাড়িতে রয়েছেন।

পরিবারের স্বজনেরা জানান, তার হার্টে রিং পড়াতে হবে। এ জন্য অনেক অর্থের প্রয়োজন, যা বহন করা আমাদের পক্ষে সম্ভব না। এ বিপদ মুহুর্তে মোহাম্মদ হোসাইন ভাই আমার পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সব সময় অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারে।

এ বিষয়ে মোহাম্মদ হোসাইন মোবাইল ফোনে বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। আজ আমি এই ছালাম ফকিরের  চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ ধরনের রোগীদের কল্যানে মানবিকতার তরে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সর্বশেষ বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই মানুষের পাশ থাকতে পারি।