রাজবাড়ীতে জুয়া খেলার সময় হাতেনাতে ৮জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দ শাখা (ডিবি) রাজবাড়ী।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১০ টার দিকে সদর উপজেলার ধাওয়াপাড়া সংলগ্ন কবির মন্ডলের দোকানের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ২ বান্ডিল তাস, একটি পুরাতন চাদর ও নগদ ১০ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলা ধাওয়াপাড়া এলাকার মো. রহম মন্ডলের ছেলে মো. আলহাজ মন্ডল (২৫), মৃত ইউসুপ মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৩১), ইউনুছ মন্ডলের ছেলে মো. সুজন মন্ডল (২৫), আব্দুল সাত্তার মন্ডলের ছেলে মো. শাহাবুদ্দিন মন্ডল শিপন (২৫), মো. আরশেদ শেখের ছেলে মো. মিরাজ শেখ (২৮),মো. শাহাজাহান মন্ডলের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৮), মো. জাকের আলী মন্ডলের ছেলে মো. জিলাল মন্ডল (৩০) এবং আব্দুল খালেক মোল্লার ছেলে মো. আশরাফ আলী (৩০)।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দ শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় ধাওয়াপাড়া এলাকার একটি দোকানের ভিতর থেকে তাদের আটক করা হয়। এসময় ২ বান্ডিল তাস, একটি পুরাতন চাদর ও নগদ ১০ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।