জেলার সর্বচ্চো বিদ্যাপীঠ রাজবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রদলের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি টোকন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
তিনি বলেন, জেলা ছাত্রদলের দ্বায়িত্ব নেবার পর থেকে রাজবাড়ী ছাত্রদলকে পুনঃগঠনের কাজ করছেন। যার ধারাবাহিকতায় জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটি ঢেলে সাজিয়েছেন। এখন রাজবাড়ী জেলা ছাত্রদল জেলার সকল ছাত্র সংগঠনের চেয়ে বেশি শক্তিশালী । যার প্রমান দেবেন ফরিদপুর বিভাগীয় রোড মার্চে স্বঃস্ফূর্ত অংশ গ্রহনের মাধমে। রোড মার্চ সফল করতে জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিটের সাথে আলোচনা করছেন। এক দফা, এক দাবি শেখ হাসিনা কবে যাবি। এই সৈরাচারি সরকারকে উৎখাতের লক্ষে তারেক রহমানের ডাকে রাজবাড়ী ছাত্রদল যেভাবে রাজপথে ছিলো, এখনও আছে এবং ভবিষতেউ থাকবে। আগামী ৩ অক্টোবরের ফরিদপুর বিভাগীয় রোড মার্চে জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিট একত্রিত হয়ে সর্বচ্চো ভূমিকা রাখবে। এবং শৃঙ্খলার বজায় রেখে রোড মার্চ সফল করবে।
পরিচতি সভায় রাজবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেল মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, সদস্য আব্দুর বর সুমন, সদর উপজেলার ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, সাধারন সম্পাদক নেকবর হোসেন প্যারিস।
এছাড়া নব-গঠিত রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের একমাত্র নারী নেত্রী ছামিয়া রহমানসহ কমিটির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, রাজবাড়ীতে ছাত্রদলের মধ্যে কোন গ্রুপিং নাই। দীর্ঘ দিন পর রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলসহ একসাথে ১৩টি ইউনিট কমিটি ঘোষনা করা হয়। এরমাধ্যমে রাজবাড়ী জেলা ছাত্রদল আরও সু-সংগঠিত হয়েছে। আগামীদিনে ছাত্রদলের একটি চাওয়া হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। সে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজবাড়ী জেলা ছাত্রদল। আগামী ৩ অক্টোবর এক দফা দাবি আদায়ের লক্ষে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ। যার শুরু হবার সম্ভাবনা রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে। এখানে রাজবাড়ী জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিট একত্রিত হয়ে শৃঙ্খলা বজায় রেখে সর্বচ্চো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সারাদেশের মধ্যে রাজবাড়ী জেলা ছাত্রদল দৃষ্টান্ত স্থাপন করবেন।
উল্লেখ্য, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।