মাগুরার শালিখা উপজেলার ফটকি নদীর কেচুয়াডুবি ও রামকৃষ্ণপুরের অংশ থেকে ৩০ পিচ (৬০০ মিটার) অবৈধ চায়না দুয়ারী (মাছ ধরা জাল) উদ্ধারপূর্বক আগুনে বস্মীভূত করেছে শালিখা উপজেলা মৎস্য অফিস। যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা।
আজ রোববার দুপুরে আড়পাড়া সরকারি আইডিয়াল মাঠ প্রাঙ্গনে অবৈধ এ চায়নাজাল পোড়ানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন। মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবির, শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, শালিখা উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে এবং উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ফটকি নদী থেকে ৩০ পিচ অবৈধ চায়না জাল উদ্ধার করে আগুনে পোড়ানো হয়েছে। পাশাপাশি শালিখা উপজেলাকে মৎস্যদস্যু মুক্ত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি।