১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক আমাদের সময়ের ১৯তম জন্মদিন

“সময় এবার আমাদের বাংলাদেশের” এ শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ীতে নতুন ধারার দৈনিক আমাদের সময়ের ১৯তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার সময় রাজবাড়ী পাঠক ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও রাজবাড়ী বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেন।
রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন, আমাদের সময়ের রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহেল রানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি লিটন চক্রবর্তী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকছেদুর রহমান মোমিন, দৈনিক সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ সাজিদ হোসেন, চ্যানেল চুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, ইনন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি কামাল হোসেন, জিটিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন, রাইজিং বিডির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, আমাদের সময়ের গোয়ালন্দ প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের বালিয়াকান্দি প্রতিনিধি শহিদুল আলম মিলন, কালুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সোহান, সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, ডেইলী বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল হালিম বাবু, ব্যবসায়ী ফারুক হোসেন, দৈনিক রাজবাড়ী কন্ঠের স্টাফ রিপোর্টার আবু সাঈদ, দৈনিক জনতার আদালত বালিয়াকান্দি প্রতিনিধি রানা প্রমুখ।
পরে ১৯তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় বক্তারা দৈনিক আমাদের সময়ের বস্তুনিস্ট সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখতে ও পাঠকের কাছে যে জনপ্রিয়তা রয়েছে তার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান। আমাদের সময় হোক সকল পাঠকের ও সকল শ্রেণীর মানুষের প্রিয় পত্রিকা। আগামীতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

দৈনিক আমাদের সময়ের ১৯তম জন্মদিন

Update Time : ০২:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
“সময় এবার আমাদের বাংলাদেশের” এ শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ীতে নতুন ধারার দৈনিক আমাদের সময়ের ১৯তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার সময় রাজবাড়ী পাঠক ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও রাজবাড়ী বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেন।
রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন, আমাদের সময়ের রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহেল রানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি লিটন চক্রবর্তী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকছেদুর রহমান মোমিন, দৈনিক সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ সাজিদ হোসেন, চ্যানেল চুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, ইনন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি কামাল হোসেন, জিটিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন, রাইজিং বিডির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, আমাদের সময়ের গোয়ালন্দ প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের বালিয়াকান্দি প্রতিনিধি শহিদুল আলম মিলন, কালুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সোহান, সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, ডেইলী বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল হালিম বাবু, ব্যবসায়ী ফারুক হোসেন, দৈনিক রাজবাড়ী কন্ঠের স্টাফ রিপোর্টার আবু সাঈদ, দৈনিক জনতার আদালত বালিয়াকান্দি প্রতিনিধি রানা প্রমুখ।
পরে ১৯তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় বক্তারা দৈনিক আমাদের সময়ের বস্তুনিস্ট সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখতে ও পাঠকের কাছে যে জনপ্রিয়তা রয়েছে তার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান। আমাদের সময় হোক সকল পাঠকের ও সকল শ্রেণীর মানুষের প্রিয় পত্রিকা। আগামীতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।