রাজবাড়ীর গোয়ালন্দে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ২৫ টি মন্দিরে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২০ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তফা মুন্সী, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জাকির, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ প্রমুখ।
এ বছর গোয়ালন্দ উপজেলার ২৫ টি মন্দিরের প্রত্যেক মন্দিরে ৫০০ কেজি চাউল প্রদান করেন।